480
ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

টেলিপ্যাবের সভাপতি আরশাদ আদনান, সাজ্জাদ হোসেন দোদুল

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
জুন ১১, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আরশাদ আদনান। সাধারণ সম্পাদক হয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল। গত শনিবার (৮ জুুন) রাজধানীর একটি অভিজাত ক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের পর সংগঠনের নতুন কমিটিও ঘোষণা করা হয়।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আরশাদ আদনান বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে ইউটিউব কনটেন্ট নীতিমালা না মেনে প্রচার করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর এ বিষয়েই প্রথম কাজ করব। সবাইকে নিয়ে বসে সবকিছু নীতিমালার ভেতরে আনব। দ্বিতীয়ত একুশে টেলিভিশনের কাছে দীর্ঘ সময় ধরে বেশ কিছু প্রযোজকের টাকা বকেয়া রয়েছে। এ ব্যাপারে টেলিভিশন কর্তৃপক্ষকে চিঠি দেব। আমরা প্রযোজকদের স্বার্থরক্ষায় কাজ করব।’

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল বলেন, এবার ডায়নামিক সভাপতি পেয়েছি। এখন আমাদের ইশতেহার পূরণ করা সহজ হবে। নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রোকেয়া প্রাচী ও মীর ফকরুদ্দিন ছোটন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিদ সরকার, দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইনবিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান। নির্বাহী সদস্যরা হলেন- মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।