480
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ

ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন মাহমুদ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অক্টোবর ৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড-এর নেতৃত্বে এসেছে নতুন পরিবর্তন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে ড. কাজী মঈনুদ্দিন মাহমুদ-কে নির্বাচিত করেছে।

বুধবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় সর্বসম্মতিক্রমে ড. কাজী মঈনুদ্দিন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এখন থেকে তিনি কোম্পানিটির নীতিনির্ধারক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সি শফিউল হক। তাঁর মেয়াদ শেষে পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্বে আসেন ড. মাহমুদ।

২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। বর্তমানে কোম্পানিটি ‘জেড ক্যাটাগরিতে’ লেনদেন হচ্ছে। আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে এটি দীর্ঘদিন ধরে বাজারে সক্রিয় ভূমিকা পালন করছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ারের সংখ্যা ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ২৮.৯৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.৬৮ শতাংশ শেয়ার।