নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি, অনিয়ম, লুটপাটে স্বর্গরাজ্য হয়ে ওঠেছে বেসরকারি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশ অমান্য করে গ্রাহক হয়রানি, অনিয়ম, অর্থআত্মসাত, অবৈধ ব্যয়সহ প্রতিটি ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতি করেছে বলে অভিযোগ উঠেছে। দুর্নীতি-অনিয়ম করে বিপুল টাকা কামাই করেছেন বীমা কোম্পানিটির সাবেক চেয়ারম্যান, পরিচালকসহ সব পর্যায়ের কর্মকর্তারা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর পরিচালকদের বেআইনি ও অনৈতিক চাপে দিশেহারা হয়ে পড়েছে বীমা কোম্পানিটির সার্বিক প্রশাসনিক ব্যবস্থা। এছাড়া কোম্পানির এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট আজিজুল হক, কাজী মোহাম্মদ মনির হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুর রহমানের ভাউচারের নামে টাকা আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি, গ্রাহকদের সাথে খারাপ আচরণ, ভয় দেখানো ও নানা ধরনের হুমকি দিয়ে থাকেন অভিযোগ রয়েছে । এসব বিষয় নিয়ে ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদন নিয়ে আসছে বিজনেস নিউজ এজেন্সি উদ্যোক্তা বাংলাদেশে ।
এ বিষয়ে জানতে আজ ২৩ সেপ্টেম্বর মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুর রশিদ, কোম্পানি সেক্রেটারি, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে বিজনেস নিউজ এজেন্সি উদ্যোক্তা বাংলাদেশের সাংবাদিকের সঙ্গে বিস্তার আলোচনা হয়। যা ধারাবাহিক আকারে শিগগিরই প্রকাশ করা হবে। অবশ্য মার্কেন্টাইল লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তারা নিউজ পাবলিশ না করতে অনুরোধ জানান। প্রিয় পাঠক, ধারাবাহিক রিপোর্টগুলো পড়তে চোখ রাখুন ও আমাদের সঙ্গে থাকুন। সূত্র: দৈনিক বাংলার গৌরব