নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে চলমান একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যেও নিজেদের সক্ষমতায় টিকে থাকার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছে এক্সিম ব্যাংক। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন দাবি করেছেন, কোনো দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূত না হয়েও মাত্র দুই বছরের মধ্যে তারা নিজেদের অবস্থানকে শক্তিশালী করে তুলতে পারবেন।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর একীভূতকরণ-সংক্রান্ত শুনানিতে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আত্মবিশ্বাসের কথা জানান। নজরুল ইসলাম স্বপন বলেন, “আমাদের যদি মাত্র দুই বছর সময় দেওয়া হয়, তাহলে এক্সিম ব্যাংক নিজেদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা প্রমাণ করবে। ইতিমধ্যে খেলাপি ঋণ কমানোসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সূচকে আমাদের উন্নতির ধারা শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অবস্থান অর্থ মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অসুস্থ থাকায় এ বিষয়ে এখনো চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়নি। নতুন করে বৈঠকের জন্য সময় চাওয়া হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। এই ব্যাংকগুলোর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গভর্নর আহসান এইচ মনসুরের অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়।
বাজার বিশ্লেষকরা মনে করেন, এক্সিম ব্যাংক যদি প্রকৃতপক্ষে তাদের চেয়ারম্যানের কথা অনুযায়ী খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং মুনাফার প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, তাহলে একীভূত না হয়েও তাদের পক্ষে পুনরুদ্ধার করা সম্ভব। তবে শেষ পর্যন্ত এক্সিম ব্যাংকের ভাগ্য নির্ভর করবে বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের ওপর।