480
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ওয়াক্‌ফ এস্টেটসমূহের সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
সংবাদ বিজ্ঞপ্তি, ঢাকা
জুলাই ২৭, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের ওয়াক্‌ফ এস্টেটসমূহের দীর্ঘদিনের সংকট নিরসন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে “ওয়াক্‌ফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয়” শীর্ষক মতবিনিময় ও সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “ওয়াক্‌ফ এস্টেটসমূহ ধর্মীয় ও সামাজিক একটি গুরুত্বপূর্ণ আমানত। এসব এস্টেট সঠিকভাবে পরিচালিত হলে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।” তিনি খাতসংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের সভাপতি ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, “ওয়াক্‌ফ এস্টেটগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারলেও নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে রয়েছে।” তিনি ওয়াক্‌ফ সম্পত্তিকে খাস খতিয়ান থেকে আলাদা করা, ঢাকায় আগত মোতাওয়াল্লীদের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ওয়াক্‌ফ ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান।

সভায় প্রস্তাবনা উপস্থাপন করেন মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটওয়ারী। তিনি এস্টেটসমূহের সমস্যার স্থায়ী সমাধানে ১৪ দফা দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ওয়াক্‌ফ প্রতিষ্ঠানের মোতাওয়াল্লীগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমেনীন মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার।