480
ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরার রূপায়ন সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
জুন ৩০, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ডিআইএস)-এর নতুন ক্যাম্পাস উত্তরার ১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটিতে উদ্বোধন করা হয়েছে। ক্যামব্রিজের একটি পাঠ্যক্রম প্রতিষ্ঠান ডিআইএস’র নতুন এ ক্যাম্পাসে একটি মন্টেসরি ল্যাব, অ্যাক্টিভিটি রুম, জীবন দক্ষতা একাডেমি, জুনিয়র সায়েন্স ল্যাব, জুনিয়র এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নিবেদিত প্রাণ লাইব্রেরি রয়েছে।

আজ সোমবার (৩০ জুন) ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খানের কাছে আনুষ্ঠানিকভাবে ডিআইএস’র নবনির্মিত ক্যাম্পাস ভবনটি হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। অনুষ্ঠানে শিক্ষা নেতৃবৃন্দ, উভয় সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, কেমব্রিজ, পিয়ারসন এডেক্সেল এবং অক্সফোর্ডএকিউএ-এর আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস শাহানা খান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস নাজাহ্ সালাওয়াতের নেতৃত্বে, ডিআইএস টিম নতুন ক্যাম্পাসটিকে একাডেমিক উৎকর্ষতার অত্যাধূনিক কেন্দ্রে রূপান্তরিত করার জন্য কাজ করছে। এই সম্প্রসারণের মাধ্যমে ডিআইএস তার লক্ষ্যকে আরও জোরদার করার পাশাপাশি উদ্ভাবন এবং উৎকর্ষতার মাধ্যমে মূল্যবোধের সঙ্গে বিশ্ব নাগরিকদের লালন করার প্রত্যয় ঘোষণা করছে। বিস্তারিত: www.dis.edu.bd