480
ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ক্রোকের সম্পত্তি নিলামে না তোলায় অগ্রণী ব্যাংককে জরিমানা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
আয়াত জায়িফ, ঢাকা
জুন ৬, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গ্রাহকের সম্পত্তি ক্রোক করার পর সেই সম্পদ নির্ধারিত সময়ে বিক্রি করে ঋণ সমন্বয় না করার দায়ে এই জরিমানা করা হয়েছে।

অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ সেই জরিমানা মওকুফের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আপিল করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড তা নাকচ করে দেয়। যার ফলে বুধবার (০৪ জুন) জরিমানা আদায়ে অগ্রণী ব্যাংককে চিঠি ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, অগ্রণী ব্যাংক আদালতের নির্দেশে কয়েকজন গ্রাহকের বিভিন্ন দাগে অস্থাবর সম্পত্তি, বাড়ি ও জমি ক্রোক করলেও তা বিক্রি করে ঋণ সমন্বয় করেনি। এর মধ্যে নির্ধারিত সময়ও পার হয়েছে। এই বিষয়গুলো অগ্রণী ব্যাংকের নন-ব্যাংকিং কার্যক্রম হিসেবে বিবেচিত। তাই এভাবে অর্জিত সম্পদ কাজে না লাগানোর দায় কোনোভাবে এড়াতে পারে না অগ্রণী ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইনের ১০-এর ১ ধারার ৭ নম্বরে বলা হয়েছে, ‘যাহা কিছুই থাকুক না কেন, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয় এমন কোনো স্থাবর সম্পত্তি, উহা যেভাবেই অর্জিত হইয়া থাকুক না কেন, কোনো ব্যাংক-কোম্পানি, উহা অর্জনের তারিখ হইতে সাত বৎসর বা এই আইন প্রবর্তনের তারিখ হইতে সাত বৎসর, যাহা পরে শেষ হয়, এর অধিক সময়সীমা অতিক্রান্ত হইবার পর স্বীয় অধিকারে রাখিবে না।’

এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘ব্যাংকের জরিমানার বিষয়ে আপিল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে তা খারিজ হয়েছে। জরিমানা আইন অনুযায়ী পরিশোধ করা হবে।’