480
ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ব্যান্ডউইথ কারসাজিতে ৬ আইটিসিকে ১১ কোটি ৪৫ লাখ টাকা জরিমানা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মে ১২, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

  • সামিট কমিউনিকেশন্স ও নভোকম—প্রতিটিকে ৩ কোটি টাকা জরিমানা
  • বিডি লিংক কমিউনিকেশন্সকে ২ কোটি ৭০ লাখ টাকা জরিমানা
  • ফাইবার অ্যাট হোম গ্লোবালকে ১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা
  • ম্যাঙ্গো টেলিসার্ভিসেসকে ৭৫ লাখ জরিমানা
  • রাষ্ট্রায়ত্ত বিটিসিএলকে জরিমানা করা হয়েছে ৫০ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক : নানাবিধ অনিয়ম ও কারসাজির অভিযোগে ছয়টি ইন্টারন্যাশনাল টেলিস্ট্রেরিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরকে মোট ১১ কোটি ৪৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব কোম্পানিকে ১০ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বিটিআরসি জানিয়েছে, ব্যান্ডউইথের আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম তথ্যের অসামঞ্জস্যতা, বাফার ব্যান্ডউইথ ব্যবহারে অনিয়ম, অস্বচ্ছ লেনদেন ও একই রাউটারে আইটিসি ও আইআইজির যৌথ অপারেশন চালানোর মতো বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।

জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট কমিউনিকেশন্স ও নভোকম—প্রতিটিকে ৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। বিডি লিংক কমিউনিকেশন্সকে জরিমানা করা হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা, ফাইবার অ্যাট হোম গ্লোবালকে ১ কোটি ৫০ লাখ টাকা, ম্যাঙ্গো টেলিসার্ভিসেসকে ৭৫ লাখ এবং রাষ্ট্রায়ত্ত বিটিসিএলকে জরিমানা করা হয়েছে ৫০ লাখ টাকা।

বিটিআরসি বলছে, ব্যান্ডউইথ বিক্রির ক্ষেত্রে এ সব অপারেটর ক্রয়মূল্যের চেয়ে কম মূল্যে আইআইজিকে বিক্রি করেছে, যা বাংলাদেশ প্রতিযোগিতা আইন, ২০১২ এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া কেউ কেউ ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইনের শর্তও ভেঙেছে বলে উল্লেখ করেছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি, বিডি লিংক কমিউনিকেশন ও নভোকমের ফায়ার সেফটি ব্যবস্থায় ত্রুটি ধরা পড়েছে। এ জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে দ্রুত অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিটিআরসি কঠোর অবস্থান নিয়েছে ব্যান্ডউইথ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে।