480
ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

জরুরি অবস্থা জারির খবর গুজব: স্বরাষ্ট্র সচিব

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্চ ২৪, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দেশে যেকোনও মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, যা গুজব, তা নিয়ে মন্তব্য করার কিছু নেই।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এসওপি সই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারা দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকার কথা জানিয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, রাজধানীতে পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। ঈদের সময়ও নিরাপত্তার কোনও বিঘ্ন ঘটবে না। শুধু যে পুলিশ পেট্রোলিং করছে তা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজন কর্মকর্তা প্রতিদিন রাতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছেন।

অবৈধভাবে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে স্ট্রান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশ সিটিজেনস টু বাংলাদেশ বা এসওপি সই করা হয়। যেসব বাংলাদেশি অবৈধভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানকার ডিটেনশন সেন্টারগুলোতে আছেন তাদের ফিরিয়ে আনার জন্য। তবে কত বাংলাদেশি সেখানে অবৈধভাবে গিয়ে আটক আছেন সেটা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

নাসিমুল গনি জানান, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার বাংলাদেশে করার সেই বিষয়েও আলোচনা হয়েছে। যত দ্রুত সেটা করা যায় তারা সেব্যাপারে পদক্ষেপ নেবে। ঈদের পরই এটা হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

সামনে ঈদের নয় দিনের দীর্ঘ ছুটি। মানুষের নিরাপত্তার বিষয় যদি কিছু বলেন- এ বিষয়ে নাসিমুল গনি বলেন, আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে, প্রতি রাতে দুজন অফিসার ঢাকা শহরে টহল কতদূর হচ্ছে না হচ্ছে, সেটা তারা সরাসরি গিয়ে দেখছেন। আমরা সতর্ক রয়েছি। বরাবর ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো যেন অপ্রীতিকর কিছু না ঘটে।

কোনো হুমকি আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আমার নলেজে নেই, নরমাল যেমন ঝুঁকি থাকে সবকিছু সেরকমই আছে।’