480
ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল; নিহত ৪ শতাধিক

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
মার্চ ১৯, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করেছে। খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজের নির্দেশে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করেছে। এর মধ্যদিয়ে কার্যত যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে বর্বর এই বাহিনী।

সোমবার রাত থেকে শুরু হওয়া এই হামলায় শহীদের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। প্রাথমিক তথ্য মতে, হতাহতদের বেশিরভাগই শিশু এবং নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী গাজায় আবাসিক বাড়ি-ঘর, স্কুল, শরণার্থী শিবির এবং অস্থায়ী তাঁবুগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

ইসরাইলের টিভি চ্যানেল-ফোরটিনের একজন সাংবাদিককে দখলদার বাহিনীর একজন কর্মকর্তা বলেন, গত সপ্তাহের শেষের দিকে নতুন করে হামলার গোপন সিদ্ধান্ত নেয়া হয় এবং গাজায় গতরাতের হামলার বিষয়টি আকস্মিক কোনো বিষয় নয়।

গাজা উপত্যকায় দখলদার ইসরাইল পুনরায় আক্রমণ শুরু করার পর জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, যুদ্ধে ফিরে আসা জরুরি ছিল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রতিদিন বৈঠকে বসলেও তাতে তাদের কিছু এসে যায় না।

গাজায় ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস একটি বিবৃতি প্রকাশ করেছে। এই বিবৃতিতে হামাস হামলার নিন্দা জানিয়েছে এবং এই নৃশংস আগ্রাসনের পরিণতির জন্য নেতানিয়াহু ও তাদের ইহুদিবাদী নাৎসি শাসনব্যবস্থাকে সম্পূর্ণরূপে দায়ী করেছে। দখলদার ইসরাইলের আগ্রাসন বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে হামাস।

ফিলিস্তিনের ফ্রিডম মুভমেন্ট এক বিবৃতিতে ঘোষণা করেছে, গাজার উপর নেতানিয়াহু এবং তার রক্তপিপাসু সরকারের নতুন আক্রমণ তাদের নিজেদের সংকট সমাধানে কোনো সহযোগিতা তো করবেই না বরং এর ফলে তাদের দুর্বলতা এবং ব্যর্থতা আরও বাড়বে।

ইসরাইল আল-আকসা মসজিদের ওপর সর্বাত্মক অবরোধ জোরদার করার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা এই পবিত্র স্থানে তাদের উপস্থিতি জোরদার করেছে। তারা এই মসজিদ রক্ষায় ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে শক্তিশালী ঢাল হিসেবে কাজ করছে।

এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাজিদ আবু কুতিশ পবিত্র রমজান মাসের বাকি দিনগুলোতে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপস্থিতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। যদিও দখলদার ইসরাইল এই পবিত্র মসজিদে ইতিকাফ নিষিদ্ধ করে রেখেছে। পার্সটুডে