480
ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে বিদ্যুৎবিহীন আড়াই লক্ষাধিক মানুষ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে বিদ্যুৎবিহীন আড়াই লক্ষাধিক মানুষ। অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন ১২ জন। এছাড়া, কানসাসে ধুলিঝড়ের কারণে ৫৫টিরও বেশি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এতে কমপক্ষে আটজন মারা গেছেন।

ট্র্যাকার পাওয়ারআউটেজ-এর তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ সাতটি রাজ্যে ২ লাখ ৫০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। পূর্ব লুসিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেল জুড়ে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে।

টর্নেডো ও ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরির স্থানীয়রা ‘অপূরণীয় ক্ষয়ক্ষতির’ কথা জানিয়েছেন। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সেখানে নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি স্থানীয়দের ‘প্রস্তুত থাকাতে’ নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনীয় মুহূর্তে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা যায়।

সিবিএস নিউজ বলেছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও ধ্বংসাত্মক ঝড় আঘাত হেনেছে। ওই দুই অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত কয়েকটি ট্রাক উল্টে গেছে। পার্সটুডে