480
ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ

মুখ্য নির্বাহী পদ ব্যবহারের নতুন নির্দেশনা আইডিআরএ’র

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
মার্চ ৬, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ ব্যবহারের নতুন নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বৃহস্পতিবার (৬ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।এর আগে ২০২০ সালের এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সংস্থাটি।

কর্তৃপক্ষের পরিচালক মোহা. আবদুল মজিদ স্বাক্ষরিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হলে কেউ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদবী ব্যবহার করতে পারবেন না।

এ ছাড়াও কোন বীমা কোম্পানিতে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব)’ হিসেবে কাউকে নিয়োগ করা যাবে না এবং ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব)’ পদবী কেউ ব্যবহার করতে পারবেন না।

চিঠিতে আরো বলা হয়েছে, মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিধান অনুসরণপূর্বক একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব প্রদান করা যাবে এবং এরূপ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)’ পদবী ব্যবহার করতে পারবেন।

তবে মুখ্য নির্বাহী কর্মকর্তা বা মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এর নিম্নপদে কোন কর্মকর্তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে প্রেরিত পত্রে স্বাক্ষর করতে পারবেন না। সকল বীমাকারী ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ এই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের এক নির্দেশনায় আইডিআরএ জানায়- বীমা আইন অনুযায়ী কোম্পানির পরিচালনা পর্ষদের কোনো প্রস্তাবিত ব্যক্তির নিয়োগ প্রস্তাব বা চুক্তি শেষ হওয়ার পর নিয়োগ নবায়ন প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন না দেয়া পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করে বেতন-ভাতাসহ অন্য সুযোগ-সুবিধা নিতে পারেন না।

একইভাবে আইডিআরএ’র অনুমোদন ছাড়া মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব নেয়ার কোনো সুযোগ নেই। আবার বীমা আইন অনুযায়ী, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশন ছাড়া অন্য কোনো বীমা কোম্পানিতে ‘ব্যবস্থাপনা পরিচালক’ পদ ব্যবহারের সুযোগ নেই। বেসরকারি কোম্পানিগুলোর জন্য ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও)’ পদ প্রযোজ্য।