480
ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে ১২ কোটি টাকা জরিমানা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
নভেম্বর ২১, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

*পুঁজিবাজারে কারসাজি
পুঁজিবাজারে কারসাজির দায়ে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান আলমগীর কবিরকে মোটা অঙ্কের এই টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

একই ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগমকে পাঁচ কোটি টাকা ও জামাতা তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এই তিনজনকে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার কমিশনের ৯৩২তম সভায় জরিমানার এই সিদ্ধান্ত হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এতে সভাপত্বি করেন।

সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বে লিজিংয়ের পরিচালক থাকা অবস্থায় সুরাইয়া বেগম সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইনের ব্যত্যয় ঘটিয়ে কোম্পানিটির শেয়ার বিক্রি করেন। একই কাজ করেছেন তার স্বামী ও জামাতা। সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানির কোনো পরিচালক নির্ধারিত একটি সময়ে ওই কোম্পানির শেয়ার লেনদেন করতে পারেন না।

“কিন্তু উল্লেখিত তিন ব্যক্তি সেই আইন লঙ্ঘন করেছেন। এই কাজে নেতৃত্ব দিয়েছেন মূলত সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। তিনি ব্যাংকের চেয়ারম্যান হলেও পরিবারের সদস্যদের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বে লিজিংও পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।”

বিএসইসি জানিয়েছে, উল্লেখিত তিন ব্যক্তির পাশাপাশি বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস ব্যাংকটির সহযোগী একটি প্রতিষ্ঠান।

এ ছাড়া ২০২১ সালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ না করায় বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে সতর্ক করেছে বিএসইসি।

এর বাইরে মঙ্গলবারের কমিশন সভায় গ্রাহক হিসাবে ঘাটতির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মডার্ন সিকিউরিটিজকে এক লাখ টাকা ও আনোয়ার সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্রোকারেজ হাউস দুটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছে বিএসইসি।

২০ বছর সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হিসেবে থাকা আলমগীর কবির গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদ থেকে বাদ পড়েন। গত ৩০ সেপ্টেম্বর তাকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

আলমগীর কবির বিএসইসির সাবেক সদস্য। ১৯৯৬ সালে তিনি নিয়ন্ত্রক সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন।

বে লিজিংয়ে সাউথইস্ট ব্যাংকের বিনিয়োগও রয়েছে। বিএসইসির তদন্তে দেখা গেছে, এরই সূত্র ধরে ২০২২ সালে বে লিজিং লোকসানে যাচ্ছে– এই মূল্য সংবেদনশীল তথ্য আগাম জেনে কোম্পানির শেয়ার বিক্রি করে দেন তিনি।