480
ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন নাজমুস সায়াদাত

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ৩:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন নাজমুস সায়াদাত। ইসলামী ব্যাংকিং-এ ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ কর্মকর্তা ৬ বছর এসআইবিএলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান ও এভিপি সামিয়া তাহসিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়াদাত প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সুদীর্ঘ ১২ বছর তিনি ইসলামী ব্যাংকের লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।
২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের নানা অনিয়ম তার দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। এরপর তিনি মুন্নু গ্রুপে অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি মুন্নু ফেব্রিক্স লিমিটেড এবং মুন্নু অ্যাগ্রো ও জেনারেল মেশিনারির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন।

গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলম মুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগদান করেন। তার দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে বিএ (অনার্স) এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এবং সাইন্স থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং-এ এমবিএ ডিগ্রী অর্জন করেন।

নাজমুস সায়াদাত মালয়েশিয়া, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল ও ভারত সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ব্যাংকিং বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে এবং এই প্রতিষ্ঠানের মূল্যবোধের জায়গাগুলো সমুন্নত রাখতে তিনি বদ্ধ পরিকর।