480
ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

উপবৃত্তির আওতায় আনতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সংখ্যালঘু ও দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী কোটার শিক্ষার্থীদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যেমে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরে সংখ্যালঘু, দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধী সম্প্রদায়ের নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির কোটা বণ্টনের জন্য সরকারের নির্ধারিত ফর্মে তথ্য দিতে হবে।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্মে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির তফসিলি (হিন্দু), বৌদ্ধ, খ্রিষ্ট্রান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত প্রতিবন্ধী, শুধু অটিস্টিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপজাতীয় শিক্ষার্থীদের তথ্য।

অপরদিকে, ৬ষ্ঠ-৮ম শ্রেণি ও ৯ম-১০ম শ্রেণির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে।

এই তথ্য আগামী ৮ এপ্রিলের মধ্যে হার্ড কপিসহ অধিদপ্তরের dd_plan_pbm@yahoo.com – এই ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, আবেদন যাচাই-বাছাই কমিটি গঠন করে প্রাপ্ত আবেদন থেকে উপবৃত্তির ক্যাটাগরি ও স্তর অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের সঠিক বা বাতিল সংখ্যা নিরূপণ করতে হবে।