480
ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বেসিস ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলো ওয়ান টিম

Link Copied!

তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ৪ ক্যাটাগরির মোট ১৪৬৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৫৭ জন। এর মধ্যে বাতিল হয় ১৭টি ভোট। ভোটে শেষ হাসি হাসলেন রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ওয়ান টিম। ১১ পদের মধ্যে ৮ পদে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।

তবে সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪০৫ ভোট পেয়েছেন টিম স্মার্ট দলনেতা মোঃ মোস্তাফিজওর রহমান সোহেল। ক্রম অনুযায়ী, টিম ওয়ানের রাশিদুল হাসান ৩৮৮ ভোট, টিম স্মার্ট এর মীর শাহরুখ ইসলাম ৩৬৭ ভোট, মোহাম্মদ রিসালাত সিদ্দিকী ৩৫৭ ভোট, ওয়ান টিম দলনেতা রাসেল টি আহমেদ ৩৫৫ ভোট, মোঃ আসিফ রহমান ৩৪৯ ভোট, ইকবাল আহমেদ ফখরুল হাাসান ৩৪১ ভোট এবং দিদারুল আলম ৩২৫ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছে।

এছাড়াও সহযোগী সদস্য হিসেবে ওয়ান টিমের সৈয়দ আবদুল্লাহ জায়েদ ১২৩ ভোট; অ্যাফিলিয়েট থেকে বিপ্লব ঘোষ ১২৮ ভোট এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে ড্র ভোটে লটারি শেষে সৈয়দ মোহাম্মদ কামাল নির্বাচিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ভোটের ফল তুলে ধরেন বেসস নির্বাচন কমিশন বোর্ডে রয়েছেন চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর। এসময়

এবারের ভোটে সাধারণ ক্যাটাগরিতে ৭৮১, সহযোগিতে ২৫০, অ্যাফিলিয়েটে ১১৮ এবং আন্তর্জাতিকে ৮৯ শতাংশ ভোট পড়েছে। ভোটে তিন প্যানেলে প্রার্থী ছিলেন ৩৩ জন। এদের মধ্য থেকে ভোটারদের রায়ে নির্বাচিত হন ১১ জন। ওয়ান টিম ও টিম স্মার্ট থেকে নির্বাচিত হলেও টিম সাকসেস থেকে কেউ এবারের ভোটে জিততে পারেননি