বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার কর্তৃক রেজিস্ট্রিত ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লি.’ এর যাত্রা শুরু। এই প্রতিষ্ঠানটি ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ধুকে ধুকে চলছিল। কারণ, ১৯৭৫ এর পটপরিবর্তনের পর সমবায়ের প্রতি সরকারি নজরদারি ও সহযোগিতার অভাব দেখা দেয় এবং অসৎ নেতৃত্বের জন্য সমবায়ের ওপর জনগণের আস্থায় চিড় ধরে।
তবে, ২০০২ সালে বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, পি এস সি, জিডি(পি) (অব:) ‘দি ঢাকা মার্কেন্টাই কো-অপারেটিভ ব্যাংক’-এর নেতৃত্ব গ্রহণ করে সমবায়ের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনেন। ২০০২ সালে এই প্রতিষ্ঠানের মূলধন ছিল মাত্র ৬০ লাখ টাকা এবং শাখা ছিল মাত্র সাতটি। গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী এই প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণের পর তার পারিবারিক সদস্য ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে একটি সৎ পরিচালনা পর্ষদ গড়ে তোলেন; এবং নিজের ও পারিবারিক সদস্যদের আর্থিক সহায়তায় ওই বছরই এর মূলধন দাঁড় করান কোটি ২০ লাখ টাকায়। অসৎ ব্যক্তিদের এই সমবায় প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে সঠিক ও সৎ নেতৃত্বের মাধ্যমে হাজারো বাধা-বিপত্তি অতিক্রম করে এই প্রতিষ্ঠানকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। মাত্র ২১ বছরে তার হাতের ছোঁয়ায় আজ এই প্রতিষ্ঠানের মূলধন দাঁড়িয়েছে ৪ হাজার কোটি টাকায়। বাৎসরিক আর্থিক বিনিময় হচ্ছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন চার হাজার কর্মকর্তা কর্মচারী। এই প্রতিষ্ঠানের বর্তমান সদস্য সংখ্যা দুই লাখ।
এই প্রতিষ্ঠান পরিচালনা ও উপদেষ্টামন্ডলীতে বর্তমানে আছেন অবসরপ্রাপ্ত চৌকস বৈমানিক, সামরিক বাহিনীর অনেক সৎ ও চৌকস জেনারেল, খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা। এদের সৎ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় আজ প্রতিষ্ঠানটি আকাশছোঁয়া সাফল্যে ছুটে চলছে। এই প্রতিষ্ঠানের প্রধান চালিকাশক্তি এই ব্যাংকের এক ঝাঁক সৎ, কর্মঠ, নিবেদিতপ্রাণ জীবনযোদ্ধা; যারা প্রান্তিক জনগণের দোরগোড়ায় ব্যাংকের সেবা নিয়মিত পৌঁছে দেন। তাদের পরিচালনায় ও মনিটরিং-এ আছেন দক্ষ ও চৌকস ক্ষুদ্রঋণ বিশেষজ্ঞ দল, যাদের অক্লান্ত পরিশ্রম ও সততায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে।
পুরো বাংলাদেশ জুড়ে আরও বেশি ছড়িয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড” (ডিএমসিবি) প্রধান উপদেষ্টা হিসেবে জড়িত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, গ্রুপ ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী, পিএসসি, জিডি (পি), প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন খান মোহাম্মদ নজিব (অব.), পরিচালক মেজর (অব.) এ.টি.এম হামিদুল হোসেন (তারেক), বীর বিক্রম, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এবং প্রফেসর মুহাম্মদ নুরুজ্জামান (অব.), উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামস্উদ্দিন, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ-নুর-জিলানী প্রমুখ ।