480
ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে মানববন্ধন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) এবং ক্লাইমেট নেটওয়ার্ক (সিএন) এর সহযোগিতায় খুলনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম মানববন্ধন করেছে।
শুক্রবার জেলার নলিয়ান বাজার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার দাবি তুলে ধরা হয়। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে স্থানীয় ৫ নং সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো। বিভিন্ন সময় আসা ঘূর্ণিঝড়ের সময় বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করে। সেজন্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সুতারখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হাসান ফকির, সামাজিক সংগঠন ‘শিশুদের জন্য আমরা’র সভাপতি বেলাল হোসেন, ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশনের সভাপতি আরাফাত হোসেন, সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ( সিজিইডি) এর নির্বাহী পরিচালক আব্দুল ওয়াহাবসহ আরো অনেকে।