কুষ্টিয়া সংবাদদাতা: জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন ‘সাংবাদিক’। তার ব্যাখ্যায়, 'নবী' শব্দের অর্থই সংবাদবাহক, আর সংবাদ বহনকারী মানেই সাংবাদিক।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মুফতি হামজার বক্তব্য:“নবী শব্দের অর্থ সংবাদবাহক। আর সংবাদ বহনকারীদেরই আমরা সাংবাদিক বলি। সে অর্থে রাসুলুল্লাহ (সা.) একজন সাংবাদিক ছিলেন।”
তিনি বলেন,“আমরা যাকে নেতা মানি, তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহ তাঁকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তা হলো সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই যারা সত্য সংবাদ তুলে ধরেন, তাঁদের জন্যও রয়েছে মহান প্রতিদান।”
কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন:“আল্লাহ বলেন— ‘হে নবী, তুমি সেই মহান সংবাদ মানুষকে জানাও, যার কারণে তুমি কষ্ট পাও।’ সেই সংবাদ সংগ্রহ, চাপ সহ্য করা, এবং সত্য তুলে ধরার প্রতিদান স্বয়ং আল্লাহ দেবেন— শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম, কেন্দ্রীয় টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিনসহ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় মনোনীত প্রার্থীরা।
এ সময় নেতারা সাংবাদিকদের সামনে নিজেদের নির্বাচনী উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)