480
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

এডিবি থেকে ৩০ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে এনভয় টেক্সটাইলস

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
অক্টোবর ৫, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বহুজাতিক ঋণদাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ৩০ মিলিয়ন ডলার ঋণ নেবে। এটি হবে বাংলাদেশের কোনো কোম্পানিকে দেওয়া এডিবির সাসটেনেবিলিটি-লিংকড ঋণ।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত এনভয় টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বৈঠকে ঋণ চুক্তি অনুমোদিত হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত ঋণের মেয়াদ হবে ৭ বছর। এর গ্রেস পিরিয়ড হবে ১৮ মাস। অর্থাৎ প্রথম ১৮ মাস পর্যন্ত কোম্পানিটিকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ডের পর থেকে ১২টি অর্ধবার্ষিক কিস্তির মাধ্যমে এ ঋণ পরিশোধ করা হবে।

এডিবি থেকে নেওয়া ঋণ মূলত কোম্পানিটির উৎপাদনক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে। এতে কোম্পানির বার্ষিক সূতা উৎপাদনক্ষমতা ৪ হাজার ৫৫০ টন বৃদ্ধি পাবে। ঋণের একাংশ দিয়ে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম বসানো হবে, যার উৎপাদনক্ষমতা হবে সাড়ে ৩ মেগাওয়াট। এছাড়া এর মাধ্যমে স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণের একাংশও পরিশোধ করা হবে।

এডিবির আলোচিত ঋণ ব্যবহারে এনভয় টেক্সটাইলসের কারখানার আধুনিকায়ন হবে এবং কোম্পানির মুনাফা বাড়বে বলে কোম্পানি আশা করছে।