পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে রাজীব এইচ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫৭ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৬ কোটি ৩৮ লাখ টাকা।
মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫৮৫। এর ১২ দশমিক শূন্য ২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৪৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।