চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন গোলাম মোস্তফা। সোমবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানির ৯৫তম পরিচালনা পর্ষদ সভায় তাদের নির্বাচিত করা হয়।
ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এবং শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক গ্রুপের একজন সফল উদ্যোক্তা এবং চার্টার্ড লাইফের প্রতিনিধি পরিচালক। বর্তমানে তিনি এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা একজন সফল উদ্যোক্তা এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি একজন খ্যাতিমান রোটারিয়ান এবং বিশ্বব্যাংকের একজন ফেলো। মোস্তফা রোটারি এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের উপর বেশ কিছু বই লিখেছেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)