নিজস্ব প্রতিবেদক: পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ফেডারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ নবায়ন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত পৃথক দু’টি চিঠি ইস্যু করেছে সংস্থাটি। উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান চিঠিতে স্বাক্ষর করেছেন।
তথ্য অনুসারে, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে সৈয়দ শাহরিয়ার আহসান। ২০২৫ সালের ২৫ অক্টোবর থেকে ২০২৮ সালের ১ জুন পর্যন্ত অর্থাৎ ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে।
অপরদিকে ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ পেয়েছে এ এম এম মহিউদ্দিন চৌধুরী। নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ নবায়ন অনুমোদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)