480
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

কাদির মোল্লাকে ভয় দেখিয়ে ৫২ কোটি ঘুস নেন জাবেদ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ব্যবসায়ী ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে ভয় ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুস গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মো: সজীব আহমেদ সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দম্পতি ছাড়াও আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসির এজিএম উৎপল পাল, ইম্পেরিয়াল ট্রেডিং এর মালিক ও আরামিটের এজিএম মোঃ আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিং এর মালিক ও আরামিটের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিং এর মালিক মোহাম্মদ মিছাবাহুল আলম, রেডিয়াস ট্রেডিং এর মালিক মো: ফরিদ উদ্দিন, লুসেন্ট ট্রেডিং এর মালিক মোহাম্মদ জাহিদ, নুর মোহাম্মদ ও মো: ইয়াছিনুর রহমান (৪৩), পিতা- হাবিবুর রহমান

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইউসিবিএল প্রিন্সিপাল শাখা, ঢাকার গ্রাহক ও ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা-কে চাপ ও ভয় ভীতি দেখিয়ে ৫২ কোটি ঘুস বাবদ গ্রহণ করেছেন দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ১৬২/৪০৯/৪২০/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ক্ষমতার পট পরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রী বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অর্থ আত্নসাত ও পাচারের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। গত ১৮ সেপ্টেম্বর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করতে আদালতে আবেদন করেছে দুদক। প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।