480
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

জাকসু নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত পোহালেই (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। নিরাপদ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানায়, পোশাকধারী ও সাদা পোশাকধারী মিলিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা এবং ডিবি পুলিশও দায়িত্বে থাকবেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এবং ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। ভোটগ্রহণের জন্য ২২৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষক ও কর্মকর্তা সহকারী পোলিং অফিসার এবং হলের শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তা গার্ড নিয়োজিত থাকবেন। ভোটগ্রহণ হবে ওএমআর ব্যালটে, যেখানে ভোটাররা টিকচিহ্ন দিয়ে প্রার্থী নির্বাচন করবেন।

নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাত্রদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সবাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।