ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সাদিক কায়েম পেয়েছেন ১২ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫ হাজার ২২১ ভোট। এছাড়া উমামা ফাতেমা পেয়েছেন ২১০০ ভোট ও আবদুল কাদের পেয়েছেন ৬৬৮ভোট।
জিএস পদে ১০টি হলের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ৯ হাজার ৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট। মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৫৮ ভোট। ওই পদে আরেকপ্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট।
এজিএস পদে ১০টি হলের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মহিউদ্দিন খান মহি পেয়েছেন ৫ হাজার ১৪০ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর মায়েদ পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট।
এছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ে চোখ হারানো খান মোহাম্মদ জসিম, এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আলোচিত ফাতিমা তাসনিম জুমা বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন।
এদিকে ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আলোচিত প্রার্থী সর্ব মিত্র চাকমা, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, জয়ের পথে রয়েছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলাইয়ের অন্যতম মুখ সানজিদা আহমেদ তন্বী ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জয়ী হচ্ছেন।