480
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগ বাতিল

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

প্রজ্ঞাপন বলা হয়, এএফএম শাহীনুল ইসলামের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ–৭ অনুযায়ী বিএফআইইউ–এর প্রধান কর্মকর্তার পদে চুক্তিভিক্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএফএম শাহীনুল ইসলামের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি চার সদস্যের এ কমিটি গঠন করে। চলতি বছরের ৯ জানুয়ারি নিয়োগ পাওয়ার প্রায় সাড়ে সাত মাসের মাথায় শাহীনুল ইসলামের বিরুদ্ধে এই তদন্ত কমিটি গঠিত হয়।

তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুবকে। যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (তথ্যপ্রযুক্তি) মো. মতিউর রহমান। ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম সম্পর্কে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয় কমিটিকে। কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে শাহীনুল ইসলামকে বিএফআইইউ প্রধানের পদ থেকে সড়িয়ে দেওয়া হলো বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।