480
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বে-লিজিংয়ের নতুন চেয়ারম্যান ফাতেমা জহির মজুমদার

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২২২তম সভা মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে কোম্পানির স্বতন্ত্র পরিচালক আবুল কাশেম কোম্পানীর চেয়ারম্যান হিসেবে মিসেস ফাতেমা জহির মজুমদারের নাম প্রস্তাব করেন। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে ফাতেমা জহির মজুমদারকে আগামী কার্যমেয়াদ পর্যন্ত দায়িত্বভার অর্পণ করেন।

উল্লেখ্য যে, ফাতেমা জহির মজুমদার দীর্ঘ সময় বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর পরিচালনা পর্ষদ ও অডিট কমিটিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নারী উদ্যোক্তা হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি আইন বিষয়েও অধ্যয়ন করেন। সমাজকল্যাণে ব্রতী ফাতেমা মজুমদার গুলশান লেডিস ক্লাব,

ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সী সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড, ব্লু ফ্লাই একাডেমিসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানে নানা ভূমিকায় যুক্ত। প্রায় দুই দশকের ওপর তিনি কমিউনিকেটিভ ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে অবদান রেখে চলেছেন। তিনি ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষার ট্রেইনারদের শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।