480
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ও উদ্যোক্তা জোনায়েদ মানসুরের জন্মদিন আজ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেপ্টেম্বর ১, ২০২৫ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাংবাদিক, উদ্যোক্তা ও সমাজসেবক জোনায়েদ মানসুরের জন্মদিন আজ। মু. জোনায়েদ মানসুর পিরোজপুর জেলায় ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জোনায়েদ মানসুর পৈকখালী হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে এসএসসি, ঢাকা তেজগাঁও কলেজ থেকে বাণিজ্য বিষয়ে এইচএসসি পাস করেন। সরকারি বাঙলা কলেজে, ঢাকা থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম (ডিএসবিজে) ইনিস্টিটিউট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম (পিজিডিবিজে) প্রথম বিভাগে ডিপ্লোমা সম্পন্ন করেন। সংবাদ সংশ্লিষ্ট বিষয়ে রয়টার্স, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয় থেকে প্রায় তিন ডজন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। এইচএসসি থেকেই সংবাদপত্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন জোনায়েদ মানসুর । সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগে লেখাপড়ার সময় শিক্ষা-

সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক প্রকাশনা ‘মুক্তস্বর’ সম্পাদনা করেন তিনি। জোনায়েদ মানসুর ঢাকার স্থায়ী বাসিন্ধা। বর্তমান কর্মস্থল : ভারপ্রাপ্ত সম্পাদক- দৈনিক বাংলার গৌরব, সম্পাদক- উদ্যোক্তা বাংলাদেশ (বিজনেস নিউজ এজেন্সি)। তিনি বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরামের (বিডব্লিউওয়াইইএফ) কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, পিআর ও বিজ্ঞাপনী সংস্থা আই নেক্সট পিআরের প্রধান নির্বাহী তিনি।
তার সাবেক কর্মস্থল : দৈনিক জবাবদিহি-নির্বাহী সম্পাদক. দৈনিক প্রতিদিনের বাংলাদেশ- সিনিয়র প্রতিবেদক ও বিজনেস বিট ইনচার্জ। দৈনিক আলোকিত বাংলাদেশ- সিনিয়র প্রতিবেদক ও বিজনেস এডিটর, দৈনিক স্বদেশ প্রতিদিন- সিনিয়র প্রতিবেদক ও বিজনেস এডিটর ইন-চার্জ। সহসম্পাদক -দৈনিক যায়যায়দিন, সিনিয়র রিপোর্টার (বিজনেস এডিটর ইনচার্র্জ), দৈনিক আমাদের আলোকিত সময়- (কেয়ারটেক্স গ্রুপ), প্রধান প্রতিবেদক ব্রেকিংনিউজবিডি ডটকম (আমান বিল্ডার্স লি.), সিনিয়র রিপোর্টার (হেড অব বিজনেস)-ডিনিউজবিডিডটকম-(গোলাম মাওলা রনি সম্পাদিত- সাবেক এমপি-সেবল্ট-গ্রুপ), বাংলার চোখ (সংবাদ সংস্থা)- বিশেষ প্রতিনিধি, বাংলামেইল২৪ডটকম (আজীম গ্রুপ)- স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের ডাক-স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের অর্থনীতি-স্টাফ রিপোর্টার, হাজারিকা প্রতিদিন-স্টাফ রিপোর্টার, অন্য দিগন্ত, স্বাধীন ভাষা ও বাংলার আভা (আঞ্চলিক দৈনিক)।
ম্যাগাজিন : যুগ্ম বার্তা সম্পাদক- সাপ্তাহিক বাংলার ডাক (বর্তমানে দৈনিক), প্রধান প্রতিবেদক- সাপ্তাহিক সমধারা, নির্বাহী সম্পাদক-পাক্ষিক শিক্ষা সমাচার, অর্থ দিগন্ত-যুগ্ম সম্পাদক, বার্তা প্রবাহ- প্রধান প্রতিবেদক। সাহিত্য ম্যাগাজিন মুক্তস্বর-সম্পাদক, মাসিক মাটি আমার-বিভাগীয় সম্পাদক, অনু লেখক-ঢাকা কোষ-বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সম্পাদিত। তিনি একাধারে কবি, সাংবাদিক ও উদ্যোক্তা। ২০০৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ তোমায় ভালোবাসি প্রকাশিত হয়। বর্তমানে কবিতা, গল্প, প্রবন্ধ ও সংকলনে প্রায় ৩০টি পাণ্ডুলিপি রয়েছে। ২০০২ সাল থেকেই পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন। দৈনিক যুগান্তরে ২০০৩ সালে প্রথম তার নাম ছাপা হয়। এছাড়া ইত্তেফাক, আজকের কাগজ, ইনকিলাব, আমার দেশ পত্রিকায় নিয়মিত লিখেন। আজকের এই জন্মদিনে জোনায়েদ মানসুরকে দৈনিক বাংলার গৌরব, উদ্যোক্তা বাংলোদেশ, বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরাম (বিডব্লিউওয়াইইএফ) এবং বিজ্ঞাপনী সংস্থা আই নেক্সট পিআর পরিবারগুলোর পক্ষ হতে নিরন্তর শুভেচ্ছা জানানো হয়েছে।
বিজনেস সংবাদ সংস্থা উদ্যোক্তা বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, আজ আমার জন্মদিন। এই বিশেষ দিনে যারা আমাকে শুভেচ্ছা বার্তা, দোয়া এবং অকৃত্রিম ভালোবাসা জানিয়েছেন—আপনাদের প্রতি রইলো আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আপনাদের এই ভালোবাসা শুধু আবেগ নয়—এটি আমার পথচলার শক্তি, সাহস ও অনুপ্রেরণা। আপনাদের এই আন্তরিকতা আমার জীবনের এক অমূল্য সম্পদ, যা আমি সযত্নে লালন করি, ইনশাআল্লাহ করবও। আমি দোয়া করি—আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে চলার তৌফিক দিন। আমীন।