480
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

“দুর্ঘটনাপ্রবণ পথ, দ্রুত সংস্কার চাই—জামায়াতের অভিযোগ, তাড়াতাড়ি চার‑লেন করা হোক”

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
আগস্ট ২০, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় খানাখন্দভরা লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের ৪ লেনের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলাম।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জামায়াতের শহর ও চন্দ্রগঞ্জ শাখার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় গুরুত্বপূর্ণ এ মহাসড়কটির দুর্ভোগ তুলে ধরে দ্রুত কাজ শুরু করার দাবি জানিয়েছেন জামায়াতের নেতৃবৃন্দ। দ্রুত কাজ শুরু না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন তারা এই মানববন্ধনে।

এতে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান প্রমুখ।

লিখিত বক্তব্যে জামায়াত নেতা আবুল ফারাহ নিশান বলেন, লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কটি বেহাল হয়ে পড়েছে। গত ৩ বছরে এ সড়কে ৪০ টি দুর্ঘটনায় ৫৯ জন লোকের মৃত্যু এবং অসংখ্য লোক আহত হয়েছে। প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনা ঘটেই চলছে।

তিনি জানান, এ সড়ককে চার লেনে উন্নীত করার জন্য ৩৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নানা জটিলতার অজুহাতে প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। সড়কটির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

সড়ক ও জনপথ বিভাগ থেকে প্রকল্পের জন্য প্রয়োজনীয় টেন্ডার জমা হয়নি অজুহাত দেখিয়ে কাজে বিলম্ব করা হচ্ছে। জনগণের দুর্দশা লাগবে আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শুরুর দাবি জানচ্ছি।

জামায়াত নেতা ড. রেজাউল করিম বলেন, ঢাকা-চট্টগ্রাম, ভোলা-বরিশালসহ দেশের অধিকাংশ জেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়ক। গত ফেব্রুয়ারি মাসে এ সড়কটি চার লেনের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু অদৃশ্য কারণে কাজ শুরু হচ্ছে না। লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও কোন নির্দিষ্ট কারণ জানাতে পারছে না। মূলত আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজটি শুরু হচ্ছে না বলে জানতে পেরেছি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আতাউর রহমান বলেন, চার লেনের জন্য ২ টি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য কুমিল্লা অফিস থেকে মূল্যায়ন করা হয়৷ বড় প্রকল্পের ঠিকাদার নিয়োগে যাচাই-বাছাইতে সময় লাগে। কুমিল্লা অফিসে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।