ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মো. জিল্লুর রহমান মৃধাকে কোম্পানির পরবর্তী এজিএম পর্যন্ত চেয়ারম্যান নির্বাচিত করেন। রোববার (১০ আগস্ট) পরিচালনা পর্ষদের ৬৩তম সভায় উপস্থিত পর্ষদের সদস্যবৃন্দের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জিল্লুর রহমান মৃধা মুন্সিগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি প্রিমকি এ্যাপারেল্স লিমিটেড, ভিনটেজ ডেনিম লিমিটেড, এবা ফ্যাশন লিমিটেড, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড, ডাচ ডোইরী লিমিটেড এবং এ্যাপারেল ওয়েট প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত আছেন।
এছাড়াও তিনি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে দেশ ও জাতীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)