নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা–২ থেকে গত ১১ আগস্ট প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন বিভাগ চালু হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেলের সই সরা ওই স্মারকে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগীকরণ, সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর প্রয়োজনীয়তা বিবেচনা করে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাগুলোতে পর্যায়ক্রমে পাঠ্যক্রম প্রণয়ন, সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক নির্ধারণ, উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন, শিক্ষক প্রশিক্ষণ, প্রয়োজনে এনটিআরসিএ–এর মাধ্যমে শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে শুরুতেই সারা দেশে নয় বরং নির্ধারিত কিছু মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে বিভাগ চালু করা হবে জানিয়ে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে কিছু মাদ্রাসা নির্বাচন করে সেখানে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করা হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
স্মারকটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানোর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একইসাথে ব্যবসায় শিক্ষা বিভাগের পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন ও পাঠ্যপুস্তক প্রস্তুতের কাজ দ্রুত সম্পন্ন করাসহ দাখিল-আলিম স্তরে ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, এতদিন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরে কেবল মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু ছিল। ফলে ব্যবসায় শিক্ষায় আগ্রহী মাদ্রাসার শিক্ষার্থীদের স্কুলে বা কলেজে ভর্তি হতে হতো। নতুন বিভাগ চালুর মাধ্যমে আগামী বছর থেকেই মাদ্রাসায় ব্যবসায় শিক্ষার সুযোগ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)