ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে অভ্যস্তকরে তুলতে ও ব্যবহারিক শিক্ষার মান ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডাটাসফট ম্যানুফেক্চারিং এন্ড এসেম্বিলিং -ডিআইইউ টেস্ট সেন্টার) উদ্বোধন করা হয়েছে। আজ ১১ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে এ সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও ডিএমএ এর চেয়ারম্যান মাহাবুব জামান।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিএমএ এর ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান, রহিম আফরোজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, ইন্টেলিয়ারের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম,বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বিমল চন্দ্র দাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী প্রধান প্রফেসর ড. আমিনুল ইসলাম। পরে অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে ডিএমএ-ডিআইইউ টেক সেন্টারের উদ্বোধন করেন এবং সেন্টারের বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, এই ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে সেতু-বন্ধন স্থাপনে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে এবং আমাদের শিক্ষার্থীরা আইওটি, অটোমেশন,পিসিপি ডিজাইন, এসএমপি ও ম্যানুফেকচারিং প্রসেস উপর ব্যবহারিক চর্চার সুযোগ পাবে। এর মা্যমে তারা নিজেদেরকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের কর্মোপযোগী করে প্রস্তুত করতে সক্ষম হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তিনি শিক্ষার্থীদের এ সুযোগের যথাযথসদ্ব্যবহার করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার একটি সফল উদ্যোগ হিসেবে ইনোভেশন, রিসার্চ এবং এন্ট্রাপেনিরেশীপের হাব হিসেবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)