ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য দেশে প্রথমবারের মতো প্রিপেইড কার্ড চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), সেবা পে ও মাস্টারকার্ড।
রোববার (১০ আগস্ট) গুলশানের একটি হোটেলে এই কার্ড উদ্বোধন করা হয়।
‘কম্প্যানিয়ন প্রিপেইড কার্ড’ বিশেষভাবে সেবা পে-এর ব্যবসা-টু-ব্যবসা (বি-টু-বি) প্ল্যাটফর্মে লেনদেনকারী এসএমই খুচরা বিক্রেতাদের জন্য তৈরি। ব্যাংক হিসাব ছাড়াই ব্যবসায়িক লেনদেন, অর্থপ্রবাহ ব্যবস্থাপনা, সময়মতো বিল পরিশোধসহ নানা সুবিধা পাবে ব্যবহারকারীরা। কার্ডে থাকবে এনএফসি প্রযুক্তির মাধ্যমে স্পর্শ না করিয়ে লেনদেন, তাৎক্ষণিক ব্যালেন্স দেখা, এটিএম থেকে টাকা তোলা, দেশ-বিদেশে অনলাইন ও অফলাইন লেনদেনের সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, সেবা পের চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম প্রমুখ।
এমটিবির এমডি মাহবুবুর রহমান বলেন, “হিসাব ছাড়াই আধুনিক আর্থিক সেবা মানুষের কাছে পৌঁছে দিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
সেবা পের চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম বলেন, “সেবা পে-তে আমাদের লক্ষ্য বাংলাদেশে লেনদেন আরও সহজ করা, যাতে গ্রাহকরা প্রচলিত ব্যাংকিং চ্যানেলের ওপর নির্ভর না করেই ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।”
এছাড়াও সাধারণ গ্রাহকদের জন্য ভোক্তা প্রিপেইড কার্ড চালু হয়েছে, যা প্লাস্টিক এবং ভার্চুয়াল উভয় ফরম্যাটে পাওয়া যাবে। কার্ডধারীরা মাস্টারকার্ডের বিভিন্ন অফার ও দেশের ৯ হাজারের বেশি মার্চেন্ট পয়েন্টে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “দেশের প্রথম এই প্রিপেইড কার্ডের মাধ্যমে আমাদের ডিজিটাল গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। নিরাপদ, সহজ ও সময়োপযোগী লেনদেন সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার, এবং এই কার্ড তারই অংশ।”
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)