480
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

১২ কেজি এলপি গ্যাসে দাম কমল ৯১ টাকা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগস্ট ৪, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অগাস্ট মাসে ১২ কেজি এলপিজির নতুন দাম হবে ১,২৭৩ টাকা। এতে প্রতি লিটার দাম দাঁড়াচ্ছে ১০৬ টাকা ১১ পয়সা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৩৬৪ টাকা, যা আগের মাসের চেয়ে ৩৯ টাকা কম ছিল। এবার সেই দাম আরও ৯১ টাকা কমানো হয়েছে। এছাড়া, অগাস্ট মাসের জন্য অটোগ্যাসের দামও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা। জুলাইয়ে অটোগ্যাসের প্রতি লিটার দাম ছিল ৬২ টাকা ৪৬ পয়সা, যা আগের মাসের চেয়ে ১ টাকা ৮৪ পয়সা কম ছিল।

গত এক বছরে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমানো হয়েছে, যেখানে ৭ দফায় দাম বাড়ানো হয়েছে এবং এক দফায় দাম অপরিবর্তিত ছিল। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করা হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর কার্গো মূল্য (সিপি) ভিত্তি হিসেবে নিয়ে বিইআরসি দেশের বাজারে এলপিজির দাম নির্ধারণ করে। এবার প্রোপেন ও বিউটেনের গড় সিপি ৫০০.৫০ ডলার ধরে নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি।