আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব টেক্সটাইল শিল্পকারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
রোববার (৩ আগস্ট) বিটিএমএর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে সরকার। তবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী, শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বছরের শুরুতেই উৎসব ছুটি নির্ধারিত হয়ে থাকে। তাই সরকারের ঘোষণার পরও শিল্পকারখানাগুলোর জন্য ওই দিন ছুটি বাধ্যতামূলক নয়।
তবু জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সরকার ঘোষিত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বিটিএমএর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠান যেন সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখা হয়।