480
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ভিন্নমতের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সিজিএস এর “পলিটিক্সল্যাব”

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগস্ট ২, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করতে“পলিটিকাল আইডিওলজি ও ফাউন্ডেশনস অফ ডেমোক্র্যাসি” শীর্ষক কর্মশালা আজ শনিবার (০২ আগস্ট ২০২৫)  ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে সিজিএস। এটি সিজিএসের একটি ধারাবাহিক উদ্যোগ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য দেশের তরুণ রাজনৈতিক কর্মীদের মাঝে মতাদর্শগত সংলাপকে উৎসাহিত করা এবং গণতান্ত্রিক সহাবস্থান ও বহুত্ববাদের চর্চা জোরদার করা।

কর্মশালার সূচনা বক্তব্য দেন সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। অনুষ্ঠানে সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী এবং এফইএস বাংলাদেশে এর প্রোগ্রাম এডভাইজার সাধন কুমার দাসও বক্তব্য রাখেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আলতাফ পারভেজ।

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকা সত্বেও একসঙ্গে আলোচনা করেন গণতন্ত্রের ভিত্তি, আদর্শগত ব্যবধান, ও সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে।