পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ইতালীতে অবস্থিত তার এক্সচেঞ্জহাউজ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত এক্সচেঞ্জহাউজটির নাম ফার্স্ট সিকিউরিটি এক্সচেঞ্জ ইতালী এস.আর.এল। এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শতভাগ মালিকানাধীন সহযোগী কোম্পানি। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের কাছে এক্সচেঞ্জহাউজটি বিক্রি করা হচ্ছে। তবে কী দামে এটি বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।