480
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় জুলাইযোদ্ধাদের স্মরণ প্রবাসীদের

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
জুলাই ২৮, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক: জুলাই ঐক্য পরিষদ মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা স্মরণ করেছেন জুলাই বিপ্লবের সাহসী অংশগ্রহণকারীদের। অনুষ্ঠানে রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

হাইকমিশনার বলেন, জুলাই ২০২৪ কেবল একটি আন্দোলনের দিন নয়—এটি প্রবাসে থেকেও দেশের প্রতি দায়িত্ব পালনের প্রতীক। তরুণদের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ জাতি হিসেবে আমাদের আশাবাদী করে তোলে।

রোববার (২৭ জুলাই) সানওয়ে স্টার কাবাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোরশেদ আলম, বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ড. এসএম রহমান তনু, জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল করিম, খেলাফতে মজলিসের মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তাকি উল্লাহ, এবি পার্টির মালয়েশিয়া শাখার মহিলা বিষয়ক সম্পাদক শবনম রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকা এক সাহসী দৃষ্টান্ত। জুলাই বিপ্লব ছিল একটি আত্মমর্যাদার প্রতিরোধ, যেখানে হাজারো তরুণ জীবন দিয়েছেন স্বাধীনতার নতুন স্বপ্নে।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ‘জুলাই বিপ্লব’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ‘জুলাই ঐক্য পরিষদ’ এর সদস্যদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। সম্প্রতি ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশুদের স্মরণে ৩০ সেকেন্ড নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়।

জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা তাদের স্মৃতিচারণে বলেন, এটি ছিল আত্মত্যাগ, দৃঢ়তা ও সম্মিলিত প্রতিরোধের এক মহামূহূর্ত। তারা আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজসহ প্রায় দুই হাজার শহীদের অবদান স্মরণ করেন এবং জীবিত আহতদের পুনর্বাসনে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপের দাবি জানান।

প্রবাসীদের সমস্যাবলি বিশেষ করে পাসপোর্ট ইস্যু, কনসুলার সেবা, ভিসা জটিলতা এবং অবৈধ অভিবাসীদের নিয়মিতকরণ প্রসঙ্গে হাইকমিশনার প্রবাসীদের উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে দূতাবাসের আন্তরিক ও কার্যকর সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আল-আমিন ও মো. জাফর ফিরোজ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আলমগীর চৌধুরী আকাশ।

সমাপ্তি বক্তব্যে এনামুল হক বলেন, শহীদেরা সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে গেছেন, আমাদের এখন শহীদের সম্মানে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় একসঙ্গে কাজ করতে হবে। জুলাই ঐক্য পরিষদ ব্যানারে সকল রাজনৈতিক দলগুলো একত্রে কীভাবে প্রবাসীদের জন্য কাজ করতে পারে সেই উদ্যোগে কাজ করছি। প্রবাসীদের সমস্যা সমাধানে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।