বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে আবারও চাঙ্গাভাব দেখা দিয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই দেশে এসেছে ১ হাজার ৯৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৯৭ শতাংশ বেশি।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২৪ থেকে ২৬ জুলাই—মাত্র তিন দিনেই এসেছে ১০৬ মিলিয়ন ডলার। এর ফলে ১ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১,৯৩৩ মিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১,৫৫৯ মিলিয়ন ডলার।
বৈধ পথেই রেমিট্যান্স আসছে বেশি বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রবণতার কারণ— হুন্ডির প্রবণতা কমে যাওয়া, বৈধ পথে পাঠানোর ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রণোদনা, বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি, একজন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা জানান, “জুলাই মাস শেষ হওয়ার আগেই রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা পাবে।”
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিকে অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এটি দেশে ডলার সরবরাহ বাড়াবে, যা টাকার মান রক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)