480
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

এআই এর ব্যবহার শিখলেন নারী উদ্যোক্তারা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই ২৮, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো “ডিজিটাল দক্ষতা উন্নয়ন” কর্মশালা। ব্যাংকটির নারীদের আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন এবং উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প তারা অ্যাকাউন্টধারীদের ১২০ নারী উদ্যোক্তাকে এই প্রশিক্ষণ দিলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

২৮ জুলােই, সোমবার সকাল থেকে শুরু হয় দিনব্যাপী কর্মশালাটি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে নিজের উদ্যোগে যুক্ত করা যায় সে বিষয়ে হাতে কলমে উদ্যোক্তাদের শেখান প্রশিক্ষকেরা।

বিডিওএসএন সভাপতি মুনির হাসানের পরিচালনায় কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কী, কেন জরুরি এবং এটি উদ্যোক্তার জন্য কীভাবে উপকারে আসতে পারে; ব্যবসায়িক গবেষণা, পণ্যের নকশা এবং প্রতিযোগী বিশ্লেষণে এআই-এর ব্যবহার; বিজ্ঞাপন ও প্রচারে এআই টুল ব্যবহার করে গ্রাফিক্স ও ভিডিও কনটেন্ট তৈরি; মার্কেটিং অটোমেশন: এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে প্রচারণার কৌশল এবং এআই দিয়ে কনটেন্ট প্ল্যানিং, ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া পরিচালনার কৌশল শেখানো হয় বাস্তব ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ওপজো টেকনোলজি’র সহ-প্রতিষ্ঠাতা শাহ পরান, ভার্চুয়ানিক সল্যুশনস প্রতিষ্ঠাতা আসাদ ইকবাল, কাজ৩৬০ প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, মার্কোপলো এআই সহ-প্রতিষ্ঠাতা তাসবিন তাসফিয়া এবং বিডিওএসএন প্রোগ্রাম অফিসার মোশারফ হোসাইন টিপু।

কর্মশালার সমন্বয়ক প্রমি নাহিদ জানান,কৃত্রিম বুদ্ধিমত্তার বেশিরভাগই একদিকে প্রোডাক্টিভটি বাড়াচ্ছে অন্যদিকে ব্যবসারও প্রসার ঘটাচ্ছে। উদ্যোক্তাদের জন্য এআই হয়তো শেষ পর্যন্ত “আলাদিনের দৈত্য” হতে পারে। তবে, সবাই তো সেই দৈত্যকে ব্যবহার করতে পারে না। সেই ঘাটতি মেটাতেই কর্মশালায় অংশগ্রহণকারীদের ফ্রি এআই টুল ব্যবহার করে নিজের ব্যবসার গতি বাড়ানোর কৌশল শেখানো হয়।কর্মশালায় মার্কেট রিসার্চ, কাস্টমার এনালাইসিস, প্রোডাক্ট ডিজাইন, গ্রাফিক্স ও ভিডিও তৈরি, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ম্যানেজমেন্ট, এবং স্বয়ংক্রিয় মার্কেটিং—সবকিছুই ছিলো।

তিনি বলেন, অংশগ্রহণকারীদের অনেকেই এআই এর পেইড সংস্করণ নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু কর্মশালায় ফ্রি অনেকগুলো টুলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এসব টুল দিয়ে ছোট পরিসরের কাজ তারা চালিয়ে নিতে সক্ষম হবে। এছাড়া এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও কিভাবে অকৃত্রিম ভাবে প্রকাশ করা যায় সেই কৌশলও শেখানো হয় কর্মশালায়।