480
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় এবার অপুষ্টিতে মরছে মানুষ, শুক্রবার ৯ জনের মৃত্যু

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
জুলাই ২৬, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক, উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলের হামলায় মৃত্যুপুরী গাজায় এবার যোগ হচ্ছে অপুষ্টি আর অনাহারে মৃত্যু। প্রতিদিনই মরছে অনাহারি মানুষ। শুক্রবার দখলদার ইসরায়েলের হামলা মারা গেছে ৮৯ জন। আর অপুষ্টিতে মারা গেছে নয়জন। এমনকি অনাহারি মানুষ ত্রাণ নিতে গিয়েও হতাহত হচ্ছে প্রতিদিন।

জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচির (ডব্লিউএফপি) হিসাবে অনাহারে রয়েছেন গাজার এক-তৃতীয়াংশ মানুষ। অপুষ্টিতে ভুগছেন ৯০ হাজার শিশু ও নারী। তাদের জরুরি চিকিৎসা দরকার বলে জানিয়েছে সংস্থাটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তীব্রতর হয়েছে। শুক্রবার অপুষ্টিতে আরও নয়জন মারা গেছেন। এতে এ পর্যন্ত অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২২।

এদিকে ত্রাণ নিতে গিয়ে হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের হাতে।

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, অনেক আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদাসীনতা ও সহানুভূতির অভাব লক্ষ করা যাচ্ছে। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ও গ্লোবাল অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে তিনি বলেন, খাদ্য সংগ্রহ করতে গিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত ১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মে থেকে গাজায় ত্রাণ বিতরণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। তাদের ত্রাণশিবির থেকে ত্রাণ নিতে গিয়েই মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা।
সংস্থাটির একজন মার্কিন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জানান, তিনি গাজায় যুদ্ধপরাধ হতে দেখেছেন।
বা্ইরে থেকে গাজায় ত্রাণ প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুক্রবার আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। এক যৌথ বিবৃতিতে দেশগুলো গাজায় মানবিক বিপর্যয় অবিলম্বে বন্ধের আহ্বান জানায়।
ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা আটকে রাখা অগ্রহণযোগ্য বলেও জানিয়েছে দেশগুলো।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা চলছেই। শুক্রবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬৭ জন। এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৭৬।
গাজার ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৮ মার্চ দ্বিতীয় দফার অভিযান শুরুর পর গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৮ হাজার ৫২৭ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩১ হাজার ৯৩৪ জন ফিলিস্তিনি।