480
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল হাউজিং থেকে মালিকানা প্রত্যাহার করছে ইউসিবি

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই ২৫, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি থেকে তাদের সম্পূর্ণ মালিকানা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ডিএসইতে দাখিল করা এক মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তিতে ইউসিবি জানিয়েছে, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ন্যাশনাল হাউজিংয়ে থাকা ৫৬ লাখ ৩৫ হাজার স্পন্সর শেয়ার তারা বিক্রি করে দেবে। এই শেয়ারগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেকেন্ডারি মার্কেট অথবা ব্লক ট্রানজেকশনের মাধ্যমে বিক্রি করা হবে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ২০০৯ সালে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠানটি আবাসন খাতে অর্থায়ন করে আসছে। তবে গত আর্থিক বছরে কোম্পানিটির মুনাফায় ৯৭ শতাংশের এক নাটকীয় পতন দেখা যায়, যা মাত্র ২৯ লাখ টাকায় নেমে আসে। মুনাফা কমার পরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

কোম্পানির সর্বশেষ জুনের শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুযায়ী, স্পন্সর ও পরিচালকদের সম্মিলিতভাবে কোম্পানিটির ৫০.৫৭ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, সরকারের কাছে ৯.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২৮.২৩ শতাংশ শেয়ার রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইউসিবির এই পদক্ষেপ তাদের বিনিয়োগ কৌশল পুনর্মূল্যায়নের অংশ হতে পারে। এর মাধ্যমে তারা অলাভজনক বা কম লাভজনক সম্পদ থেকে বেরিয়ে এসে মূল ব্যাংকিং কার্যক্রমে আরও বেশি মনোযোগ দিতে চাইছে। এই ধরনের বড় আকারের শেয়ার বিক্রি প্রায়শই বাজারের উপর তাৎক্ষণিক প্রভাব ফেলে, যদিও দীর্ঘমেয়াদী প্রভাব নির্ভর করে ক্রেতার পরিচয় এবং বাজারের সামগ্রিক স্থিতিশীলতার উপর।

এদিকে, ন্যাশনাল হাউজিংয়ের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে তাদের নতুন প্রধান শেয়ারহোল্ডারদের সাথে পথ চলতে হবে। আর্থিক খাতের একটি ভালো মানের কোম্পানি হিসেবে ন্যাশনাল হাউজিং পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটি প্রতিবছরই যথাসময়ে এজিএম এবং শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে। ২০২০ সাল থেকে ২০২৩ পর্যন্ত কোম্পানিটি প্রতিবছর ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। তবে ২০২৪ সালে মুনাফা কমে যাওয়ায় ডিভিডেন্ডের পরিমাণ ১০ শতাংশে নেমে আসে।