সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সম্প্রতি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একটি বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বীমা পলিসি সুবিধা প্রদান করবে প্রোটেক্টিভ ইসলামী লাইফ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ টি এম জাফরুল আজম (পিএইচডি), পরিচালক মো. পারভেজ সাজ্জাদ ও মেডিকেল বিভাগ প্রধান ডা. ইফতেখার হোসেন সিরাজী।
প্রোটেক্টিভ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস, মো. তাবিন বাশার (উধ্বর্তন ব্যবস্থাপক) ও ডা. নাবিলুল হক নাবিল (উপ-ব্যবস্থাপক) উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)