480
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের আকুতি

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই ২২, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার আদালতে বলেন, “আমি জামিন পেলে সব টাকাই শোধ করে দেবো। আমাকে কাজ করার সুযোগ দিন। আমি পালিয়ে যাবো না।”

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে জামিন শুনানিতে তিনি এ কথা বলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বিচারকের কাছে নিজে কথা বলার অনুমতি চান এবং অনুমতি পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বক্তব্য দেন।

আসামিপক্ষের আইনজীবী ওয়ালিউর ইসলাম তুষার শুনানিতে বলেন, “আমার মক্কেল একজন প্রবীণ ও অসুস্থ ব্যক্তি। তিনি পাঁচ মাস ধরে জেলহাজতে আটক আছেন। তার অধীনে অনেক কর্মচারী কাজ করছেন। তার জামিন মঞ্জুর হলে তিনি ব্যবসা পরিচালনায় মনোযোগ দিতে পারবেন, যা বহু মানুষের কর্মসংস্থান রক্ষা করবে।”

নজরুল ইসলাম বলেন,“১৯৯০ সালে মাত্র ১০ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করি। বর্তমানে ব্যবসার পরিধি ৩০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। আমার প্রতিষ্ঠানে প্রায় তিন লাখ মানুষ জড়িত। তাদের মাসে ৬০ থেকে ৬৫ কোটি টাকা বেতন দিতে হয়। আমি কারাগারে থাকলে তাদের চাকরি থাকবে না।”

তিনি আরও বলেন,“আমার কোম্পানিতে একসময় ৮০ থেকে ৯০টি ট্রাক ছিল, এখন আছে মাত্র ২০টি। আমি কাজ করার সুযোগ চাই যাতে ঋণ পরিশোধ করতে পারি। দুদকের অভিযোগ সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই। পেছনে থাকা কর্মচারীরা এসব করতে পারে। আমার দুই ছেলে লন্ডনে পরিবার নিয়ে থাকে, আমি পালিয়ে যাওয়ার মানুষ নই।”আদালতের সিদ্ধান্ত

বিচারক জাকির হোসেন গালিব শুনানি শেষে বলেন,“জেলহাজত থেকেই টাকা পরিশোধ করুন, ধৈর্য ধরুন, জামিন পাবেন।”পরে আদালত নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ গত ১৬ ফেব্রুয়ারি।

এর আগে, গত বছরের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তখন থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।