জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে রাজস্ব ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নির্ধারণে ৯ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।
বুধবার (১৬ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব রেদোয়ান আহমদের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে। সদস্যসচিব থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব (প্রশাসন-১)। অর্থ, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয়সহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এনবিআর, বিজিএমইএ ও এফবিসিসিআই থেকে একজন করে প্রতিনিধি কমিটিতে থাকবেন।
কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ২৮-২৯ জুন চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ থাকার কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ, দীর্ঘ প্রায় দুই মাসের আন্দোলনের কারণে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগে ক্ষয়ক্ষতি এবং স্থলবন্দর ও নৌবন্দরে আমদানি-রপ্তানিতে ব্যাঘাতজনিত ক্ষতির হিসাব নির্ধারণ করবে এই কমিটি।
এর আগে সরকার ১২ মে এক অধ্যাদেশে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ গঠন করে। এর প্রতিবাদে এনবিআরের কর্মকর্তারা কলমবিরতি, অবস্থান কর্মসূচি ও পরে পূর্ণ শাটডাউন পালন করেন। শেষ পর্যন্ত ব্যবসায়ী নেতাদের অনুরোধে ২৯ জুন শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়।
আন্দোলনকারীদের মূল দাবির মধ্যে ছিল— সকল পক্ষের মতামতের ভিত্তিতে রাজস্ব খাত সংস্কার এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণ।