480
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদী সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত হলো মুদ্রণশিল্প

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
জুলাই ১৫, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত হলো বিনামূল্যের পাঠ্যবইসহ বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। সরকারের হস্তক্ষেপে সমিতির সভাপতির পদ থেকে সরানো হলো রব্বানী জব্বারকে। সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে সরকার একজন প্রশাসক নিয়োগ দিয়েছে।

নতুন প্রশাসক বিগত দিনের অনিয়ম-দুর্নীতির তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন বলে প্রত্যাশা বঞ্চিত সদস্যদের।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের (বাণিজ্য সংগঠন-২ শাখা) বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে মুদ্রণশিল্প সমিতিতে প্রশাসক নিয়োগের কথা জানানো হয়।

এতে বলা হয়, যেহেতু, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন; এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া গেছে; এর বর্তমান কমিটি কারণ দর্শানোর যথাযথ জবাব উপস্থাপন করতে পারেনি এবং বর্তমান কার্যনির্বাহী কমিটি বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকারকে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

সূত্রমতে, গত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও এতদিন ধরে মুদ্রণশিল্প সমিতির নিয়ন্ত্রণে ছিলেন আওয়ামীপন্থিরা।

‘সর্বশেষ বিতর্কিত নির্বাচনে সভাপতি হওয়া আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান রাব্বানী জব্বারসহ অন্য গুরুত্বপূর্ণ পদগুলোতেও ছিলেন তারা।

অন্তর্বর্তী সরকারের সময়েও এসব ফ্যাসিবাদী দোসর চলতি বছরের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে বিলম্বের মাধ্যমে সরকারকে বিপাকে ফেলাসহ নানা অনিয়ম-দুর্নীতি চালিয়ে যাচ্ছিলেন। আগামী বছরের পাঠ্যবই ছাপার কাজ নিয়ন্ত্রণের জন্যও সক্রিয় আছে তাদের সিন্ডিকেট। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে চরম অস্থিরতা বিরাজ করছিল।

এদিকে নানা অস্থিরতার মধ্যে গত ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদন করেন সমিতির সদস্য ও রিমিনি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী। সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ চেয়ে ওই আবেদনে তিনি বলেন, বিগত সরকারের আমলে জাতীয় নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সংঘ-সমিতিসহ দেশের প্রতিটি নির্বাচন সরাসরি সরকার বা সরকারি এজেন্ট দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত ছিল।