উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক: যে সকল বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গতি আনতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে বৈঠক করেছে।
বুধবার (৯ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। স্টক মূল্যের আপডেট
পুঁজিবাজারের উন্নয়ন ও সম্প্রসারণে প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গত সোমবার (৭ জুলাই) শিল্প মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এছাড়া উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মোহসিন চৌধুরীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বৈঠকে প্রধানত আলোচনা হয়, যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হলে পুঁজিবাজার আরও গভীর ও শক্তিশালী হবে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।
এর আগে, গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজার বিষয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। উক্ত বৈঠকে অর্থ উপদেষ্টা, বিএসইসি চেয়ারম্যান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়নে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন, যার মধ্যে অন্যতম ছিল সরকারি মালিকানাধীন বিদেশি বা বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
এই নির্দেশনার আলোকে বিএসইসি ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)