480
ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ইভিএমের অধ্যায় শেষ হলো

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই ৪, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পথ থেকে পুরোপুরি সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৫ সালের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা জারি করে ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএমের জন্য কোনো ভোট কক্ষ থাকছে না।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ জারি করে এমন সিদ্ধান্তে এসেছে কমিশন। গত ২৬ জুন নীতিমালার গেজেট করা হলেও বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশ করে সংস্থাটি।

ইসির এক কর্মকর্তা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের করা নীতিমালায় ইভিএমে ভোটদানের জন্য পৃথক ভোটকক্ষ স্থাপনের বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। যার সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্য (ইভিএম) রাখা হবে না কোনো ভোটকক্ষ।

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে দেড় লাখ ইভিএম কেনে নির্বাচন কমিশন। তবে পাঁচ বছরের মধ্যে এক লাখ ২০ হাজার মেশিন অচল হয়ে পড়ে। সেগুলো মেরামতের জন্য নতুন প্রকল্প চাইলেও সরকার তা অনুমোদন দেয়নি। অর্থ ছাড়াই মেয়াদ বাড়ানোর চেষ্টা করলেও সেটিও নাকচ হয়। ফলে চলতি বছর প্রকল্পটি বাতিল করে ইসি। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে এবং ইসির ছয়জন কর্মকর্তাদের তলব করে বক্তব্যও নিয়েছে।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ জারি করে ইভিএম ও ভোটকেন্দ্র স্থাপনে ডিসি, এসপি, ইউএনও, ওসির সমন্বয়ে কমিটি বাদ দিয়েছে সংস্থাটি। আর ভোট কেন্দ্র স্থপনে রাখা হয়েছে ইসির কর্মকর্তাদের। অন্যসব নীতি প্রায় আগের মতোই আছে।