দেশের তৈরি পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গ্যাস সরবরাহ, ব্যাংকঋণ, কাস্টমস প্রক্রিয়া, নবায়নযোগ্য জ্বালানি, শ্রমিক কল্যাণসহ একাধিক ইস্যুতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান জানায় সংগঠনটি।
তৈরি পোশাক খাতের চলমান সমস্যাগুলো তুলে ধরতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার (২ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক করে।
প্রতিনিধিদলে আরও ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও সদস্য মো. কামাল উদ্দিন। বৈঠকে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজিএমইএ নেতারা জানান, তৈরি পোশাকশিল্প বর্তমানে ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা, গ্যাস সংকট, কাস্টমস প্রক্রিয়ার জটিলতা, লাইসেন্স নবায়নের দীর্ঘসূত্রতা ও পরিবেশবান্ধব জ্বালানি সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের সময় ৯ মাস থেকে কমিয়ে ৩ মাস করায় অনেক প্রতিষ্ঠান ‘ক্লাসিফায়েড ঋণ’-এর আওতায় চলে যাচ্ছে। এই সময়সীমা ৬ মাসে উন্নীত করার দাবি জানান তারা।
নেতারা বলেন, নগদ সহায়তার হারও পর্যায়ক্রমে কমিয়ে আনা হয়েছে, যা শিল্পের টিকে থাকার জন্য হুমকি। বিশেষ করে রপ্তানি বর্ধনের প্রেক্ষাপটে প্রি-শিপমেন্ট ক্রেডিট স্কিম চালু করা এবং একটি ‘ফোর্সড ফান্ড’ গঠনেরও প্রস্তাব দেন, যাতে সংকটে থাকা শ্রমিকদের বেতন পরিশোধসহ জরুরি খাতে তা ব্যবহার করা যায়।
বৈঠকে গ্যাস সংকটের প্রভাব এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার নিয়েও গুরুত্বসহ আলোচনা হয়। ভোলার নতুন গ্যাস কূপগুলো থেকে দ্রুত গ্যাস উত্তোলন ও জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি এলএনজি আমদানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে পিপিপি ভিত্তিতে সরকারি খাস জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন বিজিএমইএ নেতারা।
এছাড়া গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক কল্যাণে হাসপাতাল, আবাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার জন্য জমি বরাদ্দ চাওয়া হয়। মুন্সিগঞ্জে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস পল্লী পুনরায় চালু ও চট্টগ্রামে এসএমই কারখানার জন্য আলাদা শিল্পাঞ্চল স্থাপনের অনুরোধ জানানো হয়।
চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি, এনবিআরের নীতি সহজীকরণ এবং কাস্টমস প্রক্রিয়ায় হয়রানি কমানোর দিকেও গুরুত্বারোপ করা হয়। এনবিআরের সঙ্গে আলোচনার জন্য বিজিএমইএ একটি প্রস্তাবনা দেবে বলেও জানানো হয় বৈঠকে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, সরকার পোশাকশিল্পের গুরুত্ব সম্পর্কে সচেতন এবং এ খাতকে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)